আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৬ দোকানীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ ডিসেম্বর) উপজেলার পদুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। তিনি জানান, সিন্ডিকেট করে বাজারে পেয়াজের দাম বৃদ্ধি নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে অসহায় অবস্থায় রয়েছে সাধারণ মানুষ। পেয়াজ কিনতে রীতিমত হিমশিম খাচ্ছেন তারা।
সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের কথা বিবেচনা করে উপজেলার পদুয়া বাজারে পেয়াজের ৬টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
অভিযান কালে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, এসআই রায়হানসহ থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, লোহাগাড়ায় প্রতি কেজি পেয়াজ ২১০ টাকায় বিক্রি হচ্ছে।