আজ ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
লোহাগাড়া প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ (ঘোনাপাড়া) শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদরাসার ২৪তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণী ও সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল থেকে মাদরাসা পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রথান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
মুফতি মাওলানা সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মো: আবুল মকসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মো: হেলাল উদ্দিন, মোস্তাক আহমদ, সাইফুল ইসলাম সাঈদ, জামাল উদ্দিন, এজাহার মিয়া কোম্পানি, জাহেদুল হক, সেলিম উদ্দিন, ফররুখ আহমদ, মিনহাজ উদ্দিন প্রমুখ।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক সভা উপলক্ষে মাদরাসা কর্তৃক বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।