আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আশিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল প্রধান শিক্ষক আবদুল জলিলের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী।
বিশেষ অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাসেম, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নাসিমুজ্জামান বাহাদুর, অভিভাবক সদস্য আজিজুল হক, জসীম উদ্দীন, বোরহান উদ্দীন, জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী বলেন, সন্তাদের জন্য পিতা-মাতার মনে স্বপ্ন ধারণ ও লালন করে। আলোকিত মানুষ হয়ে তোমাদের পিতা-মাতা ও সমাজের মুখ উজ্জল করতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।আগামীর প্রজন্মে তোমরাই স্মার্ট বাংলাদেশের উন্নত কারিগর। তোমাদের নিজেকে আদর্শিক মানুষ হিসেবে নিজেকে গঠন করতে হবে। তোমরাই ভাল ফলাফল করে স্কুলের সুনাম ধরে রাখবে।