চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিজুরী বালক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান দোয়া মাহফিল আলোচনা সভা পরিচালনা পরিষদের সভাপতি বিষ্ণুযশা চক্রবর্তীর সভাপতিত্বে শিক্ষক আবদুল গাফফার রানার সঞ্চালনায় বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যালয় ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক নিখিল কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা অনিল বড়ুয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন ধর
আহমদ মিয়া, রাখাল চন্দ্র স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ দত্ত, কবি জাহাঙ্গীর আলম, শিক্ষক উজ্জ্বল বড়ুয়া, নুর মোহাম্মদ, তাহেরা বেগম, চয়ন চক্রবর্তী, যুবলীগ নেতা বেলাল হোসেন মিঠু, সালাউদ্দিন, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ জমিরউদ্দীন সোহেল, সেলিম উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র লীগ নেতা মোহাম্মদ হোসেইন, আবদুল হাফেজ সহ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্যে
আলহাজ্ব আবু আহমদ চৌধুরী জুনু বলেন, সন্তাদের জন্য পিতা-মাতার মনে স্বপ্ন ধারণ ও লালন করে।আলোকিত মানুষ হয়ে তোমাদের পিতা-মাতা ও সমাজের মুখ উজ্জল করতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।আগামীর প্রজন্মে তোমরাই স্মার্ট বাংলাদেশের উন্নত কারিগর। তোমাদের নিজেকে আদর্শিক মানুষ হিসেবে নিজেকে গঠন করতে হবে। তোমরাই ভাল ফলাফল করে স্কুলের সুনাম ধরে রাখবে।
অনুষ্ঠান শেষে আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসমাগ্রী বিতরণ করা হয়।