আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
“নারী সমধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, থানার সেকেন্ড অফিসার বাবু বিকাশ দে, প্রকৌশলী সরোয়ার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক বৃন্দ, নারী ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নারীনেত্রী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান নারী উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এ দিনটি পালিত হয়।নারীরা আমাদের সামগ্রিক উন্নয়নের অংশীদার, নারীদের সকল পর্যায়ে সমধিকার, সমসুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে কিশোর কিশোরী আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র, সম্মাননা স্বারক (ক্রেস্ট) ও পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা