আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে বাঁশখালীর দুই হাফেজ মুহাম্মদ আলি হোসেন ও হাফেজ মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক নামের মসজিদের দুই ইমামের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকার হাফেজ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ আলি হোসেন বাঁশখালী উপজেলার শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে।তিনি আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
একই ঘটনায় হাফেজ মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক পুঁইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে। তিনি রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও কয়েকজন যাত্রী আহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী মো. সাজ্জাদ হোসেন বলেন,আমি ঘটনাস্থলের ১০ ফুট দূরত্বে ছিলাম। আওয়াজ শুনে গিয়ে দেখি অটোরিকশা উল্টে খাদে।চালকসহ যাত্রীরা বের হলে তাদের হাসপাতালে পাঠাই।দুই মোটরসাইকেল আরোহী অজ্ঞান অবস্থায় সড়কের পড়ে ছিলেন। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।