আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার: চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা শেখপাড়া এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. রাশেদুল আলম রাসেলের উদ্যোগে পবিত্র খতমে বুখারী শরীফ গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাগরিকা শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম।
প্রধান বক্তা ছিলেন ষোলশহর জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা মুফতি সৈয়দ অছিউর রহমান আল কাদেরী (মা.আ.)।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, শেখ মোজাম্মেল হক, তাজবিদ তাহামিদ (হিমেল) জহির, নাজিম মেম্বার, শেখ জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, রুমান, তাফসির সওদাগর, আহমদ নুর, ফরিদুল আলম, শেখ সরোয়ার।