আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:
মহেশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের মৎস্যজীবীদের বিকল্প পেশায় ফিরিয়ে আনতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্যজীবীদের মাঝে ৫০টি বকনা বাছুর বিতরণ করে মৎস্য অধিদপ্তর ৷
সোমবার (১০জুন) বিকাল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ মাঠে ৫০জন জেলেদের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বিতরণ করা হল৷ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে নিবন্ধিত জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার সভাপতিত্বে অনুষ্টিত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল করিম। সঞ্চলনায় ছিলেন, মেরিন ফিশারীজ অফিসার মোঃ আলাউদ্দীন আহসান।
সভাপতির বক্তব্য প্রদান কালে মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মীকি মারমা বলেন, বকনা বাছুরগুলি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার, সঠিক পরিচর্যার মাধ্যমে বাছুরগুলি বড় করতে হবে। বাছুরগুলি সুস্থ ভাবে বেড়ে উঠলে আপনারা জেলেরা লাভবান হবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নালন আবেদীন বলেন, বর্তমান সরকার জেলেদের জন্য অনেক কিছুই করছেন। সাগরে ৬৫দিন মাছ শিকার নিষিদ্ধ। জেলেদের অবশ্যই এ আইন মানতে হবে। এসময়ে সাগরে মা মাছ ডিম ছাড়ে। কোন ভাবেই এ সময়ে সাগরে মাছ শিকার করতে যাওয়া যাবে না।
মহেশখালী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল করিম বক্তব্য প্রদান কালে বলেন, সাগরে ৬৫দিন মাছ শিকার নিষিদ্ধ সময়ে সরকার জেলেদের জন্য চাউল বরাদ্দ দিয়েছেন। স্ব-স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলেদের মাঝে চাউল বিতরণ করা অব্যাহত আছে। সাগরে মাছ শিকার নিষিদ্ধ সময়ে বেঁধে দেওয়া আইন মেনে চলতে জেলেদের প্রতি আহবান জানান তিনি।