আজ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় সীমানা বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন থানা পুলিশ। এরআগে সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর আমিরাবাদ মীর পাড়ায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, ওই এলাকার মো. আইয়ুবের ছেলে আরমানুল ইসলাম (২২) এবং বান্দরবানের সুয়ালক ১নম্বর ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে মো. শাহেদ (৩০)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মৃত আবদুস সবুরের ছেলে শাহ আলম এবং একই এলাকার আবদুল মাবুদের ছেলে শাহজাহান ও তার ভাই ফেরদৌসের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। কয়েকদিন ধরে বিরোধপূর্ণ একটি জায়গায় রাতের আধারে ফেরদৌস বাড়ি নির্মাণ করতে গেলে সোমবার গভীর রাতে দু’পক্ষই সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ফেরদৌসের ভাগিনা আরমান এবং রাজমিস্ত্রী শাহেদকে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় শাহ আলমের ভাই আলমগীর বাদী হয়ে শাহজাহান এবং ফেরদৌসসহ ছয়জনকে এজহারনামীয় এবং আরও অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন।