আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম.এস মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারকে বরণ অনুষ্ঠান এবং বিদায়ী ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এম.এস মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার কে বরণ করে নেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি।
নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী বলেন, আমি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাই আমি জনগণের এবং জনগণ আমার। আমার কাছে পক্ষ-বিপক্ষ নেই। একজন সেবক হিসেবে জনগণের মন জয় করে প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রাখতে চাই। উপজেলার সার্বিক উন্নয়নে আমি আমার ভূমিকাকে প্রশংসীত করে জনগণের মাঝে স্থান করে নিতে আগ্রহী। আমার অবৈধ কোন লোভ-লালসা নেই। অবৈধভাবে অর্জন করে আমি ধনী হতে চাই না। আমার দৃঢ় বিশ্বাস আমরা সকলেই সততা বজায় রেখে ঐক্যমতের ভিত্তিতে উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ থাকি, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শরীক হয়ে দেশ ও জাতির কাছে লোহাগাড়া উপজেলাকে প্রশংসীত করতে পারব ইনশা-আল্লাহ। এ ক্ষেত্রে আমি উপজেলার সর্বশ্রেণীর মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।