আজ ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে পূজা মন্ডবের সামনে ভিড় জমাতে থাকেন শিক্ষক, শিক্ষিকা,শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্কুলের পূজামণ্ডপ।
এসময় উপস্থিত ছিলেন, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও সরস্বতী পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মুহাম্মদ মতিন ও শিক্ষক পরিষদ সম্পাদক ও সরস্বতী পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শাহজাহান আজাদ।
গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক
বাবু রনজিত কুমার দে, সদস্য সচিব বাবু বিজন চক্রবর্ত্তী,
সদস্য সিনিয়র শিক্ষক মৃদুল কান্তি পাল, শিক্ষার্থী অর্ণব, রিমন, জ্যোতি, ক্ষেত্র, তুষ্টি, বীথি, রাহুল, তুষ্ট, অভিরাজ , কৃষ্ণান, টুইংকেল, অর্পা, তৃষা, কর্মচারী নির্মল মালীসহ
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।