আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা খেঁজুরতলার রেল লাইনের ওপর এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) বিকেলে মোহরা এলাকার খেঁজুড়তলা রেললাইলে লাশটি পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ পুলিশ কমিশনার বিজয় বসাক৷ হৃদয়ে চট্টগ্রাম কে তিনি বলেন, বিকেলের দিকে মোহরায় এক কিশোরীর ছুরিকাহত লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মোহরার খেঁজুড়তলা রেললাইনের উপর লাশটি পাওয়া গেছে৷ যেহেতু রেললাইনের উপর লাশটি পাওয়া গেছে সেহেতু এই বিষয়টি আমরা রেলওয়ে পুলিশকে জানিয়েছি। বর্তমানে রেলওয়ে পুলিশ ব্যাপারটা দেখছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ ভূঁইয়া হৃদয়ে চট্টগ্রাম কে জানিয়েছেন, সন্ধ্যা ৬ টার দিকে তিনি খবর পেয়েছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। ইতোমধ্যে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে।
তিনি জানান, মেয়েটির শরীরে কয়েক জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত মেয়েটির নাম পরিচয় জানা যায়নি।
লাশটির সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানিয়েছেন রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।