আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ সেলিম উদ্দীন , বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জোলর লোহাগাড়া উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ সহ শিক্ষক-শিক্ষিকা ও কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুখছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম, কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, লোকমান, সামির, ওয়াহেদ, জেনিয়া, মিক্তা, তাহমিনা, উর্মী, সাথী, রাকিব, সিফাত, রিহাব, অন্তু, মিনহাজ, দিনার প্রমুখ।
সুখছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম বলেন, তাদের বিদ্যালয়ে একটা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করার জন্য কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র সভাপতির কাছে আহ্বান জানান। উক্ত ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন ক্যাব ফ্রি স্কুলিং।