আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো. নুরুল আলম,চন্দনাইশ:
নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে চন্দনাইশে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
এতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. ন. ম বদরুদ্দোজা, উপজেলা ভাইস – চেয়ারম্যান
মৌলানা মোঃ সোলাইমান ফারুকী,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রীরা এতে উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর উপদ্রব্য বৃদ্ধি পেয়েছে। তাই ডেঙ্গুর উপদ্রব্য থেকে বাঁচতে হলে আমাদেরকে নিজ নিজ বাড়ির চারপাশের ঝোপ-ঝাড় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন বৃষ্টির পানি না জমে সেদিকে নজর রাখতে হবে।