আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক
সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে এই শ্লোগানে “স্বপ্ন মিছিল” নামক সেবামূলক, সামাজিক সংগঠনের উদ্যোগে ২রা অাগস্ট ২০১৯ সকালে চট্টগ্রাম নগরীর অাউটার স্টেডিয়াম ও বিভিন্ন পয়েন্টে অর্ধ শতাধিক বয়স্ক-সুবিধাবঞ্চিত রিক্সা চালকদের মাঝে বিনামূল্যে রেইনকোট বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন অায়োজক স্বপ্ন মিছিল এর সভাপতি অভিজিত বড়ুয়া রৌদ্র, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জনি, সদস্য অারাফাত, বিপলু, তাজিন, অাশিক, জোনায়েদ, রিমন, রানা, তৃষা, সাব্বির, অাকাশ, অাফছার, ইসমাইল,জেসি, সবুজ, রুপা, সারাফাত, বিউটি, মহিউদ্দিন, সৈকত, সুমি, সোহেল, খোরশেদ, অাবদুল্লাহ, রবিউল, দিদার, মাসুম, দেবরাজ, মুরাদ, মাসুদ, ফাতেমা, সাইকাসহ প্রমুখ।
স্বপ্ন মিছিল সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি অভিজিত বড়ুয়া রৌদ্র বলেন,
শুধুমাত্র রেইনকোট বিতরণ নয় ১০ অক্টোবর ২০১০ সালে যাত্রা শুরুর পর থেকে স্বপ্ন মিছিল বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ, সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ফল উৎসব, বন্যা দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ, ইফতার ও ঈদবস্ত্র বিতরণ, সুবিধা বঞ্চিতদের সাথে নিয়ে বর্ষপূর্তি উদযাপন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, সর্বপুরি বিভিন্ন সেবামূলক , সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম প্রজেক্ট অাকারে পরিচালনা করে অাসছে।