আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এমএহামিদঃ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী টাওয়ার সামনে ভ্রাম্যমান কোরবানির মাংস বেচা-কেনা জমে উঠেছে বিকাল থেকে রাত পযর্ন্ত।
আজ সোমবার ১২ আগস্ট বিকালে কোরবানির দিনে দেখা যায়, দোহাজারী পৌরসভা সদরের বিভিন্ন মাকের্ট সামনে ক্রেতাবিক্রতাদের মধ্যে জমে উঠে বেচাবিক্রি। নিন্ম আয়ের মানুষেরাই সাধারণত ভ্রাম্যমান এই হাটের প্রধান বিক্রতা আর ক্রেতা হচ্ছে হোটেল মালিক সহ বিভিন্ন শ্রেণির লোকজন।
এই ঘর থেকে ঐঘরে দুএকটুক্কু করে জমানো মাংস প্রতিবছর কমবেশি অনেক বিক্রিকরে দেয় প্রয়োজন মত রেখে। তারা কোন নিয়মিত বিক্রতা না শুধু নিজের পাওয়া মাংস কিছু টাকার জন্য বিক্রিকরে যেটাকা দিয়ে বাকী খরচ জোকান দেয় বলে জানান বিক্রতারা।
তারা বিভিন্ন গ্রাম এবং শহর থেকে কোরবানির পাওয়া মাংস বিক্রি করে।
কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, তারা ভাসমান বিভিন্ন কলোনীতে ভাড়াবাসায় থাকে, তাদের রাখার মত তেমন ফ্রিজ নেই যতটুকু রান্নাকরা যায় তা রেখে বাকীটা বিক্রিকরেদেন। এতে করে কিছু নগদ টাকা আয়করা যায় বলো জানান।
আর যারা বিক্রিকরছে তারা মাংসগুলো কোন ওজন দিয়ে নয় পলিটিনের বেগ করে (পুটরি) সহকারে বিক্রি করছে।
আর যারা ক্রয় করছে তারা জানান, আমরা কোরবানির এই মাংস অধেক দামে পায়, তাই বুঝেন তো সস্তায় কেনা কিনবে।