আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ডাঃ এ এম পারভেজ রহিম। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা চট্টগ্রামের সিভিল সার্জেন্ট ডাঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি পদ্মাসন সিংহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডাঃ আতাউল করিম আরবীসহ উপজেলার সকল কর্মকর্তা, চেয়ারম্যানবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সমাজের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।