আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা কাঁচা বাজারের আশপাশ অবৈধ ভাবে দখল করে গড়ে তোলা ছোট-বড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।
আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে দোহাজারী পৌরসভা কাঁচা বাজারের আশপাশের শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, আমরা হাট বাজারের ইজারা দেই রক্ষণাবেক্ষণ করার জন্য, কিছু কতিপয় ব্যক্তি বাজারের আশপাশ দখল করে অবৈধভাবে দোকান তুলে ভাড়া দিচ্ছে। এতে বাজারে আসা ক্রেতা সাধারণ ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলো উচ্ছেদ করেছি। উচ্ছেদকৃত স্থানে পুনরায় দোকান তোলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মং এচিং মার্মা, (এএসআই) আতিকুর রহমানসহ একদল পুলিশ।