আজ ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মুক্তির মোহনায় একদিন
মোঃ হোসাইন জাকের
চেনা পরিবেশে,
চেনা মানুষগুলো,
একদিন অচেনা হয়ে যায়!
কিনতু, প্রকৃতির চেনারূপ,
কখনো অচেনা হয় না।
প্রিয়জন প্রিয় মুহুর্ত,
যাবে না কখনো ভুলে।
বিনে সুতার টান, মন করে আনচান,
জলভরা চোখে দোলে মনপ্রাণ।
রাগ যবে অনুরাগ হয়,
চেনা মানুষ অচেনা রয়।
কষ্টগুলো দুঃখের নীড়ে করে ভীড়,
প্রাণে বিদ্ধ করে অগণন সন্দেহের তীর।
চিন্তিত মনে নির্ঘুম রাত্রি হয় ভোর,
বাতাসে ভাসে হৃদয় ভাঙার সুর।
হয়তো একদিন নিয়মের গ্যাড়াকলে,
মুক্তির মোহনায় মিলবে কোলাহলে!