আজ ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
মা আমার রত্ন
ভদন্ত বিনয়মিত্র ভিক্ষু
মা যে আমার হৃদয়ের মণি, মা যে আমার ধন। মা যে আমার সোনার খনি, সাত রাজার ধন। মা যে আমার নয়নের মণি, হিরার টুকরার খনি। মা যে আমার জান, মা যে আমার প্রাণ। আদরিনী মা তুমি, মমতাময়ী মা। ধৈর্যধারনী জননী তুমি, শাসনকারিনী মা। শিক্ষা দেওয়ার জননী তুমি, লক্ষী মনি মা। আশীর্বাদ করার প্রদীপ তুমি, ক্ষমাময়ী মা। সৃষ্টির সেরা আপন তুমি , আমার স্বর্গময়ী মা।