আজ ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এমএহামিদঃ চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার আরকান মাহাসড়কে হাইচের চাপায় রাব্বি(২৬) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়।
আজ সকাল সাড়ে ১০:৩৫ ঘটিকার সময়ে দোহাজারী হাইওয়ে থানার সামনে এইরঘটনা ঘটে।
নিহত রাব্বি নরসিংদি জেলার পলাশ পুর থানার মোজামেল হকের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি জানান,প্রতিদিনের ন্যায় চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কে দোহাজারী হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি চেক করা হয়।
তারাই ধারাবাহিকতায় হাইওয়ে থানার এসআই মোহাম্মদ ফারুকের নেতৃত্বে নিহত কনস্টেবল রাব্বি সহ চারজন পুলিশ দায়িত্বরত ছিল।
এসময়ে চট্টগ্রাম মুখী একটি যাত্রীবাহী হাইচ
( মেক্রোবাইচ) চট্ট মেট্ট চ ১১-৫২-২৫ গাড়ীকে থামাতে বললে চালক সড়কের আইন অমান্য করে চেকপোস্টে সামনে থাকা কনস্টেবল রাব্বি কে চাপা দিয়ে দ্রুতগতিতে চলে গেলে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল রাব্বি মারা যায়।
এইসময় দায়িত্বরত আরফাত হোসেন (২৮) গুরুতর আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালের ভর্তি করা হয়।
হাইচটি আটক করতে পারলো চালাক পালিয়ে যায়।
চট্টগ্রাম জেলা এসপি সার্কেল ফরহাদ হোসেইন মোটাফোনে জানান,প্রতিদিনের ন্যায় কটোল লকডাইনে তল্লাশি চেকপোস্টে সিঙ্গেল অমন্য করে কনস্টেবল রাব্বি কে চাপা দিয়ে চলে যাওয়ার গাড়ি রেখে চালাক পালিয়ে যায়। এই ব্যাপারে আইনি প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।