আজ ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সোহেলঃ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিসারাদেশের ন্যায় তোপধ্বনি, ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।শনিবার (২৬ মার্চ) ভোরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথমে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ফুলেল শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার সহ আনোয়ারা প্রেসক্লাব,আওয়ামীলীগ,যুবলীগ,বিভিন্ন রাজনীতিক, সামাজিক এবং সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে সকাল ৮টায় আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ, ভাইস-চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার। এরপর উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হৃদয়ে চট্টগ্রাম ৩য় বর্ষে