আজ ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এমএহামিদ: চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আমেরিকা প্রবাসী মুহাম্মদ মুছা খান ও সেলিনা আকতারের উদ্যোগে দৃষ্টি নন্দন নবনির্মিত তৈয়্যবিয়া তুফান আলী আব্দুর রহমান জামে মসজিদ শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
মসজিদ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার।
জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করেন, প্রধান বক্তা জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আল্লামা অছিয়র রহমান আল কাদেরী (মা.জি.আ)।
এতে সঞ্চালনা করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন সিকদার।
এই সময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, মুহাম্মদ হারুনুল রশিদ, ইউচুপ চৌধুরী, মুছা খান, মাওলানা আবদুল গফুর খান, দিলার সওদাগর এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পেয়ার মুহাম্মদ কমিশনার বলেন, মসজিদ আল্লাহর ঘর ইবাদতের জায়গা। এখানে সবাই নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেদিকে আলোকপাত করেন।
উপস্থিত বক্তারা এই মসজিদ নির্মাণে দীর্ঘ প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, আমেরিকা প্রবাসী মুছা খান তার মরহুম পিতা তুফান আলী এবং সেলিনা আকতার এর স্বামী আবদুল রহমান নামে জায়গা ও টাকা দিয়ে দৃষ্টি নন্দন মসজিদ নিমার্ণ করে নামাজ পড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করে। জুমার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত ওয়াক্তিয়া নামাজ পড়া সম্ভব হওয়ায় আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। নামাজ ও বয়ায়নের আগেই মুসল্লিতে পূর্ণ হয়ে যায় পুরো মসজিদ।
নামাজ শেষে দেশ-জাতি সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
নামাজ শেষে তবারক বিতরণ করা হয়।