আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল জয় পেতে যাওয়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে এক বিশেষ বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রবীশ কুমার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়ে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে তার নেতৃত্বে বিজয় অর্জনের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তিনি এতে ভারতীয় জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, আজ সকাল থেকে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। তখন থেকেই বিজেপির বিপুল জয়ের আভাস পাওয়া যায়। বর্তমানে বেসরকারিভাবে বিজেপি জোট ৩৩৯ আসনে এগিয়ে আছে। এর মধ্যে বিজেপি একাই এগিয়ে আছে ২৯৫ আসনে।
আরআর