আজ ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
মো. নুরুল আলম:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের আইন উপদেষ্টা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম সিরাজুদ্দৌলাহ । এর আগেও তিনি সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত স্মারক মূলে ২ বছরের জন্য ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- পদাধিকার বলে প্রধান শিক্ষক রতন বড়ুয়া সদস্য সচিব হিসেবে থাকবেন। দাতা সদস্য মোহাম্মদ নুরুল আবছার, সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হন মোহাম্মদ সেলিম উদ্দিন, মোঃ আব্দুল মোতালেব, আজাদ হোসেন টিপু, আবুল কালাম। সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি শামিম আক্তার ও শিক্ষক প্রতিনিধি মনোনীত হন হুমায়ুন কবির, প্রণব কুমার বড়ুয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মর্জিয়া আক্তার। অনুমোদিত এই কমিটি আগামী দুই বছরের জন্য বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
এদিকে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস এম সিরাজুদ্দৌলাহ বলেন, আমি আল্লাহর কাছে হাজারও কোটি শুকরিয়া জানাই এবং শিক্ষার গুনগত মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করি। আমি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করে যাব। বিদ্যালয়ের সভাপতি হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান।