আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাষা জহির:
নিজস্ব প্রতিবেদক
হালের উদীয়মান গায়ক হাবিবের নতুন গান ‘প্রেমের আগেই খাইলাম বড় ছ্যাক’ জনপ্রিয় ইউটিউব চ্যানেল সুরঞ্জলীতে অবমুক্ত করা হয়েছে।জীবন দেওয়ান চমৎকার কথা ও সুরে হাবিবের দরদী কন্ঠে শ্রোতাদের হৃদয়ে নাড়া দেওয়ার মত একটি গান এটি।
আর.কে সরকারের চমৎকার সঙ্গীতায়োজনে গানটির ভিডিও পরিচালনা ও সম্পাদনা করেছেন এস.আর শাহীন।জিয়ার চিত্রগ্রহণে গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে।গানটিতে মডেলিং করেছেন জুয়েল,সাবিয়া রুশা,আরিয়ান আরিফ ও জোনাকি।গানটির কথা,সুর,গায়কী ও ভিডিও সব মিলিয়ে দর্শক-শ্রোতাদের মনে দাগ কাটার মত এ গানটি নিয়ে গানটির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই বেশ আশাবাদী ও উৎফুল্ল।