আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ৩ মাসের জন্য এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে যুবনেতা খালেকুজ্জামান মিজানকে আহবায়ক, মুহাম্মদ ইসমাইলকে যুগ্ম-আহবায়ক, নাছির উদ্দীন ও আল মামুনকে সদস্য করা হয়।
নবগঠিত কমিটির আহবায়ক খালেকুজ্জামান মিজান বলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শ্রদ্ধেয় রিদওয়ানুল হক সুজন ভাইয়া এবং বড়ভাই হুমায়ুন কবির আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব দিয়েছে আমি যথাযথভাবে এ দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছি। সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে নতুন কমিটির সকলকে নিয়ে চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করবো ইনশাআল্লাহ।