আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ কামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি: এসময় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন, (১) বোরহান উদ্দীন (১৮), পিতা- আহমদ শফি, মাহালমপাড়া, রসুলাবাদ ২ নং ওয়ার্ড, কালিয়াইশ, সাতকানিয়া, (২) সাজ্জাদ হোসেন (১৯), পিতা- মৃত আবদুল মালেক, পূর্ব নলুয়া ৩ নং ওয়ার্ড, নলুয়া, সাতকানিয়া, (৩) রিফাতুল ইসলাম (২০), পিতা- আবু তাহের, সিকদারের বাড়ি, ৯ নং ওয়ার্ড, কালিয়াইশ, সাতকানিয়া, (৪) আজিজুল আমিন (৩২), পিতা- হারুনুর রশিদ, পশ্চিম ধর্মপুর সিকদার বাড়ি, ধর্মপুর, সাতকানিয়া, চট্টগ্রাম।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায়
প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড। দন্ড কার্যকরের জন্য আসামিদের চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।।