আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এমএ হামিদ: শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-’২৩ এ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার, সনদ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা চট্টগ্রামের দোহাজারী পৌরসভাস্থ আলোকিত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) জোনের ব্যবস্থাপনায় গত ২২ মে (বুধবার) দুুপুরে সংগঠনের সভাপতি মু. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, নাহার বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি, এতে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- মুসলিম জুরিষ্ট এন্ড লয়ারস ফোরাম বাংলাদেশ’র মহাসচিব, এড. এম. আবু নাছের তালুকদার, সাবেক অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী পরিচালক মাও. নুর উল্লাহ রায়হান খাঁন, জেলার সমন্বয়ক মুহাম্মদ নুর উদ্দীন। আহ্বায়ক মুহাম্মদ মোসলেহ উদ্দীন ও সদস্য সচিব মুহাম্মদ ফোরকান উদ্দীন ফরহাদের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, অধ্যক্ষ আ.ন.ম আহমদ রেজা নক্সাবন্দী, মাওলানা আলহাজ্ব আব্দুল গফুর রব্বানী, বনফুল কোম্পানি লিমিটেড’র জি.এম শাহ কামাল মোস্তফা, এইচ.আর শিপিং লাইনস এর স্বত্বাধিকারী নুরুল আলম, ডাঃ আবদুর রহমান । এই ছাড়াও সভায় বক্তব্য রাখেন আবু সুফিয়ান, নাসির উদ্দীন, জিসান, আয়ুব আলী প্রমুখ। বক্তাগণ বলেন, সৃজনশীল সুপ্ত জ্ঞান বিকাশে শহীদ-হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার বিকল্প নেই। বর্তমানে বিভিন্ন অপরাজনীতির স্বীকার হয়ে শিক্ষার্থীরা দিশেহারা হলেও শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ছাত্রদেরকে জ্ঞানের দিকে ধাবিত করছে। এই বৃত্তি পরীক্ষা আজ সারা দেশে যেইভাবে সফলতার স্বাক্ষর রেখেছে তা প্রশংসার দাবি রাখে। গতবছর স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১১৫২ জন পরীক্ষার্থী অংশ নেন। তৎমধ্যে ট্যালেন্টপুলে ২৫, এ-গ্রেডে ৩৮, সাধারণে ৬০ জনসহ ১২৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।