আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো. নুরুল আলম,চন্দনাইশ চট্টগ্রামঃ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চন্দনাইশ, চট্টগ্রাম’র উদ্যোগে হলরুমে সামনে থেকে দেশব্যাপী মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ পালন উপলক্ষ্যে ও জনসচেতনতামুলক র্যালির উদ্বোধন করা হয়েছে। গতকাল ৭ আগষ্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. আবদুল জব্বার চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চন্দনাইশ, চট্টগ্রাম’র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু রাশেদ মোঃ নুরুদ্দিন
এর সভাপতিত্বে মোঃ বেলাল উদ্দিন উপস্থাপনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মু: মাহাবুবুল আলম খোকা, আ’লীগ নেতা ও গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, হাসপাতালের ডাঃ ফারজানা কালাম, ডাঃ রাজীব বিশ্বাস, সাংবাদিক আবু তোয়াব, সাংবাদিক মো. নুরুল আলম, কৃষ্ণ চক্রবর্তী,ছোটনকুমার পাল, সোহান প্রমুখ।
এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে হাসপাতালের সামনে থেকে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক ব্যানার-ফেস্টুন-প্লে কার্ড হাতে নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চন্দনাইশ, চট্টগ্রাম’র কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি,এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা র্যালিতে অংশ নেন।
শেষে হাসপাতালে জমে থাকা বৃষ্টির পানি ও ঘাসে ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রে দিয়ে মশক নিধন ওষুধ ছিটিয়ে সপ্তাহ ব্যাপী কর্মসূচির সুচনা করেন অতিথিবৃন্দ।
মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন, এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে চট্টগ্রামসহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে অকালে মৃত্যুবরণ করছে, আবার অনেকে বিভিন্ন হাসপাতালে চিৎিসাধীন। বাঁচতে হলে এডিস মশা ও অন্যান্য মশা নিয়মিত নিধন করতেই হবে। ঘর ও আশপাশের যেকোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারনে পাত্রটি ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। এয়ার কন্ডিশনার, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ড্রাম,পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ও পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পারে। নর্দমায়, নোংরা ও ময়লা পানিতে এডিশ মশা ডিম পাড়ে না। যেকোন উপায়ে এডিস মশা ধ্বংস করতে হবে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে বাড়ী-ঘরের আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে এবং জ্বর দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়। এ ব্যাপারে প্রত্যেককে সচেতন থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ওষুধ ছিটিয়ে এডিস মশার বংশ বিস্তার রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।