আজ ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
  পটিয়ায় রিক্সা চালকের ঘর ভাংচুর! আহত-১, প্রশাসনের হস্তক্ষেপ কামনা       চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি লোহাগাড়ার রাশেদুল ইসলাম       লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু       চন্দনাইশতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা প্রদান করলেন প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই       এক মুক্তিযোদ্ধার ৭ ভুয়া সন্তান, কোটায় ৫ জনের চাকরি       জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকী       চট্টগ্রাম জেলা পরিষদে উপ-নির্বাচনঃ চন্দনাইশে তিনজনের মনোনয়ন প্রত্যাহার, ভোটযুদ্ধে দুই প্রার্থী       লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ       চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই, চার ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার       কানু শাহ্ (রহঃ) আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ মঙ্গলবার    


মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ উপজেলার আধুনগর এলাকার কৃতি সন্তান এশিয়ার বিখ্যাত শিল্পপতি ও দানবীর, নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নূরুল ইসলাম এর সাথে গত বৃহস্পতি বার সন্ধ্যায় লোহাগাড়া প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি এম. আবদুল জব্বার ফিরোজ এর নেতৃত্বে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরাম এর সদস্য বৃন্দ, মানবাধিকার কর্মী ও গরিব-অসহায়দের বন্ধু মোঃ হারুন এর নেতৃত্বে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এন্ড পিস ফর বাংলাদেশ এর সদস্য আমান উল্লাহ, আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ এর লোহাগাড়া সেক্রেটারী যুবনেতা ইউছুপ কবিরের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের রুবেলসহ বেশ কয়েকটি স্থানীয় পেশাজীবি ও যুব সংগঠনের যৌথ উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে, চট্টগ্রাম -১৫ ( সাতকানিয়া – লোহাগাড়া )আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি,উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলসহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ,গণ্যমান্য ব্যাক্তিবর্গ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই ঈদের সময় তাকে দেখার জন্য তার গ্রামের বাড়িতে হাজার – হাজার মানুষের ভীড় হয়। প্রতিবারের ন্যায় এবার ঈদুল আজহায় তিনি গ্রামের অসহায় ও গরিব পরিবারের শত- শত যুবককে চাকুরী দেন এবং হাজারো অসহায় মানুষ ও বিভিন্ন প্রতিষ্টানে নগদ অর্থ দান সদকা করেন।
সাক্ষাৎ কালে দানবীর নুরুল ইসলামের সুযোগ্য সহধর্মিণী ও বিভিন্ন ধর্মীয় সাহিত্য প্রণেতা সৈয়দা সুফিয়া খাতুন, কনিষ্ট সন্তান, নোমান গ্রুপের ডাইরেক্টর আবদুল্লাহ মুহাম্মদ তালহা, সুযোগ্য নাতি আবদুল্লাহ মুহাম্মদ সাদ হোছাইনসহ নোমান গ্রুপের বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
একান্ত আলাপকালে নোমান গ্রুপের ঘনিষ্ঠ সুত্রে জানা যায় তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আধুনগর এলাকার নিজ গ্রামের বাড়ীতে ১৯৫০ ইংরেজী সালে জন্মগ্রহণ করেন।
বাল্যকাল থেকেই তিনি অসীম মেধা ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। তার শিক্ষাজীবন দীর্ঘ না হলেও তিনি নিজ প্রচেষ্টায় মাধ্যমিক পর্যন্ত পাশ করেন। তিনি অত্যন্ত কর্মঠ ছিলেন। কোন কাজই তিনি ছোট করে দেখতেন না,প্রত্যেক কাজই তিনি আন্তরিকতার সাথে করতেন।
তার শিল্প জীবন শুরু হয় আরটেক্স এর ব্যবসা দিয়ে। ক্রমান্বয়ে তিনি তার ব্যবসাকে বিশ্বব্যাপী রুপ দেন। বর্তমানে তার ৪১টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
তিনি জানান, তার এতদূর আসার পেছনে একমাত্র কাঠি হল, আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং তার মায়ের অশেষ দোয়া।
তিনি গরীব, অসহায় এবং নিঃস্ব মানুষের কষ্ট অনুভব করেন, তাদের জন্য তার দরজা সবসময় খোলা থাকে। দানবীর আলহাজ্ব মুহাম্মদ নূরুল ইসলাম সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান (স্কুল, কলেজ,মাদ্রাসা) মসজিদ নির্মাণ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নির্মাণ ও আর্থিক সহযোগিতা, পুনর্বাসন প্রকল্পের আওতায় আত্মীয় ও অসহায়দের ঘরবাড়ি নির্মাণ করে দেয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক বেতন ভাতা প্রদান, অসহায় পরিবারের কন্যার বিয়ে দেয়া, এলাকার বেকার যুবকদের নিজ শিল্প প্রতিষ্ঠানে চাকুরি দেয়া, আর্থিক সহযোগিতা প্রদান, চিকিৎসা সেবা প্রদান, এলাকার অসহায় বৃদ্ধদের মাঝে মাসিক বয়স্কভাতা প্রদান, এলাকার বন্যায় দূর্গতদের মাঝে অন্ন ও ত্রাণ প্রদান এবং অচল পরিবারের ছেলেদের নিজ অর্থব্যয়ে বিদেশে পাঠানোসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ:
১:লোহাগাড়া বটতলি কেন্দ্রীয় জামে মসজিদ।
২: লোহাগাড়া উপজেলা মসজিদের ইমাম সাহেবের বাসা।
৩:আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
৪:আধুনগর ইসলামিয়া এতিমখানা।
৫: আধুনগর ইসলামিয়া লিল্লাহ বোর্ডিং।
৬: আধুনগর ইসলামিয়া মাদ্রাসা ছাত্রাবাস।
৭:আধুনগর ইসলামিয়া বায়তুল ফালাহ জামে মসজিদ।
৮: আধুনগর বায়তুল ফালাহ মসজিদের সুউচ্চ মিনার।
৯: আধুনগর খাঁনহাট বাজারে মাদ্রাসার নামে মার্কেট নির্মাণ।
১০:আধুনগর খাঁনহাট বাজার জামে মসজিদ।
১১: আধুনগর নূর মোহাম্মদ সিকদার পাড়া জামে মসজিদ।
১২: আধুনগর সরদানী পাড়া জামে মসজিদ।
১৩: আধুনগরস্থ বিভিন্ন এলাকায় ১০/১২ টি ফোরকানিয়া মাদ্রাসা।
১৪: আধুনগর ও চুনতীর বিভিন্ন এলাকায় ৩৫ টি মক্তব স্থাপন।
১৫:প্রতিবছর উক্ত ৩৫টি মক্তব সমূহে বিনামূল্যে বই প্রদান।
১৬: উক্ত ৩৫টি মক্তবের শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন প্রদান।
১৭: লোহাগাড়ার আধুনগর ও চুনতী ইউনিয়নে প্রায় ২৫০টি পাকা ঘর নির্মাণ।
১৮: আধুনগর উচ্চ বিদ্যালয় ভবন ও নতুন কলেজ ভবন নির্মাণ।
১৯: আধুনগর আখতারিয়া মাদ্রাসার ভবন নির্মাণ।
২০:আধুনগর ১২০টি অসহায় গরিব পরিবার এবং। বৃদ্ধদের মাঝে মাসিক ২০০০টাকা হারে ভাতা প্রদান।
২১: আধুনগর ইউনিয়নের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা।
২২:আধুনগর ইউনিয়নে গরিব ও অসহায়দেরকে (প্রায় ৫০০০ জন)প্রতিবছর সানন্দে ঈদ উৎসব পালনের জন্য ঈদ বোনাস প্রদান।
২৩:আধুনগর ইউনিয়নে গরিব ও অসহায়দের প্রতিবছর মহল্লা প্রতি কোরবানীর গরু প্রদান।
২৪:প্রতি বছরের ন্যায় বিগত ২০১৬ইং সনে আধুনগর ইউনিয়নস্থ বন্যায় দূর্গত এলাকার গরিব ও অসহায়দের মাঝে ৫০ টন চাউল বিতরণ।
২৫: বড়হাতিয়া হযরত আয়েশা ছিদ্দিকা (রঃ) মাদ্রাসার ভবন নির্মাণ।
২৬: উক্ত মহিলা মাদ্রাসায় আসবাবপত্র খরিদ করে দেয়া।
২৭: উক্ত মহিলা মাদ্রাসায় শিক্ষকেরা শিক্ষক-কর্মচারী দের মাসিক বেতন ভাতা প্রদান।
২৮: বড়হাতিয়ায় কূল পাগলি বিদ্যালয়ে ভবন নির্মাণ ও আসবাবপত্র প্রদান।
২৯: বিশেষ করে আধুনগর ইউনিয়নস্থ সরদানি পাড়ার এক ব্যক্তির কাছে ছোটকালে আসা-যাওয়া কিছু ফল ভক্ষণ করায় তাকে বাড়ি নির্মাণ করে দেয়া।
৩০: বেশি আশ্চর্যান্মিত হওয়ার বিষয় হল আজিজ নগরে এক ব্যক্তির কাছে কিছু টাকা ঋণ ছিল। তার বিনিময়ে তাকে হাজারগুনে টাকা পরিশোধ করে এবং তাকে ১টি পাকা বাড়ি নির্মাণ করে দেয়া।
৩১: সাতকানিয়া আদালতের সবার অনুরোধে মুন্সিখানা নির্মাণ
৩২: সাতকানিয়া খাচারি অফিসের আসবাবপত্র প্রদান।
৩৩: দানবীর সাহেবের নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত ৪১টি শিল্প প্রতিষ্ঠানের সার্বক্ষণিক মাসিক বেতনভাতা প্রদান।
৩৪: দানবীর সাহেবের নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠান সমূহে মাসিক খরচ প্রদান।
৩৫: দানবীর সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহে নিয়োগ প্রাপ্ত কর্মচারী কর্মকর্তাগনের মাঝে মাসিক বেতন প্রদান।
৩৬:দানবীর সাহেবের নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত ৪১টি শিল্প প্রতিষ্ঠানের মাঝে সর্বপ্রথম আরটেক্স প্রতিষ্ঠিত এবং জাবের-জুবাইর ইন্ডাষ্ট্রিজ লিঃ সর্বশ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক পুরস্কৃত।
৩৭: বিশেষ করে উল্লেখ্য যে, দানবীর সাহেবের নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান সমূহে নিয়োগ প্রাপ্ত হাজার হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগনের মাঝে দ্বিগুণহারে উৎসব বোনাস প্রদান করা।
৩৮: আধুনগর লোহাগাড়া বাসীর সেবার জন্য দিনরাত ২৪ ঘন্টা ২টি এম্বুল্যান্স সবসময় প্রস্তুত রাখা।
৩৯: বর্তমানে আধুনগর ইসলামিয়া মাদ্রাসার দক্ষিণে ইসলামিয়া মহিলা মাদ্রাসা নির্মাণের কাজ চলতেছে।
(৩ কোটি টাকা বাজেট)
৪০: আধুনগর এলাকা বাসীর সেবার জন্য সরকারী হাসপাতাল ভবন নির্মাণ।
আরো উল্লেখ্য যে, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে জায়গা খরিদ করে দেন।
এছাড়াও তিনি আরও অনেক জায়গায়, অনেক মানুষকে অনেক কিছু দান করেছেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ব্যাক্তি, পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াত সহকারে আদায় করেন। তিনি তার মা-বাবা, ভাই-বোন এবং আত্মীয়স্বজনদের অত্যন্ত ভালবাসেন।বিশেষ করে তার খালাত ভাই মরহুম ছিদ্দিক আহমেদকে তিনি অত্যন্ত ভালবাসতেন এবং শ্রদ্ধা করতেন।আলহাজ্ব মুহাম্মদ নূরুল এর পিতা-মরহুম মুহাম্মদ ইসমাঈল,মাতা- আন্জুমান আরা বেগম, স্ত্রী- সৈয়দা সুফিয়া খাতুন(তিনি ধর্মপ্রচার করেন এবং ধর্ম সম্পর্কীয় বই লিখেন)।
পারিবারিক_পরিচিতি: পাঁচ বোন, এক ভাই। সংসারের সদস্য তথা সন্তানসন্ততি: এক কন্যা ও চার পুত্র সন্তান।
স্থায়ী_ঠিকানা: গ্রাম- আধুনগর(হরিণা) উপজেলা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম।
বর্তমান_ঠিকানা: গুলশান-৩, ১৯নং রোড, ৪৪নং বাড়ী, ঢাকা।
জন্ম:তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আধুনগর এলাকার নিজ গ্রামের বাড়িতে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন।





পটিয়ায় রিক্সা চালকের ঘর ভাংচুর! আহত-১, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি লোহাগাড়ার রাশেদুল ইসলাম

লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু

চন্দনাইশতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা প্রদান করলেন প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই

এক মুক্তিযোদ্ধার ৭ ভুয়া সন্তান, কোটায় ৫ জনের চাকরি

জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকী

চট্টগ্রাম জেলা পরিষদে উপ-নির্বাচনঃ চন্দনাইশে তিনজনের মনোনয়ন প্রত্যাহার, ভোটযুদ্ধে দুই প্রার্থী

লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ

চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই, চার ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

কানু শাহ্ (রহঃ) আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ মঙ্গলবার

চট্টগ্রাম রাঙ্গুনিয়ার অধিবাসী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির ইবনে মোহাম্মদ

বাঁশখালীতে ১৪ বছরের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালাক্রমে ধর্ষন- ৪ ধর্ষক গ্রেপ্তার

সাতকানিয়ার এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে বাঁচাতে এগিয়ে আসুন

বাশঁখালীতে এস.এস.সি পরীক্ষা কেন্দ্র থেকে ভুয়া শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৫ টি ঘরে আগুন

আগামী ৩ মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের

দোহাজারী সাঙ্গু নদী থেকে আলম নামে এক যুবকের লাশ উদ্ধার

চন্দনাইশে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী

বাঁশখালীতে গণ ধর্ষণ মামলার প্রধান আসামি মজিদ বন্দুক যুদ্ধে নিহত