আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ এরশাদ অালম:লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ার অামিরাবাদে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায়- উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে
মাতৃত্বকালীন ভাতাভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১অাগস্ট বুধবার বিকেলে অামিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মনোজ দেব, চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অঞ্জনা ভট্রচায্য,
লোহাগাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ সহ সকল ইউপি সদস্যরা।
চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অঞ্জনা ভট্রচায্য প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত মহিলাদের উদ্যোশ্যে গর্ভবতী মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্য, মা ও শিশুর পুষ্টি বিষয়, গর্ভকালীন স্বাস্থ্য শিক্ষা, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ জানান- উপজেলার ৯টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে মাতৃত্বকালীন ভাতাভোগীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। যেমন আজ সকালে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েও অনুষ্ঠিত হয়েছে।
পর্যায়ক্রমে বাকী ৭ ইউনিয়নেও এই কর্মশালা অনুষ্ঠিত হবে। আমিরাবাদ ইউনিয়নে মোট ১২৮জন মাতৃত্বকালীন ভাতাভোগী মহিলা রয়েছে বলেও জানান তিনি।