আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দোহাজারী পৌরসভা শাখা গঠন কল্পে প্রতিনিধি সম্মেলন ২০১৯ইং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ -সাতকানিয়া (অাংশিক) থানা শাখার সিনিয়র সহ সভাপতি, অালহাজ্ব মুহাম্মদ অাবদুল গফুর রাব্বানীর সভাপতিত্বে দোহাজারীস্থ সেনা কার্যালয়ে বিকাল ৫টায় সাধারন সম্পাদক মুহাম্মদ কলিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা ইসলামী ফ্রন্টের নব নির্বাচিত সাধারন সম্পাদক জননেতা অধ্যক্ষ অালহাজ্ব অাল্লামা হাফেজ অাহমদ অালকাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা ইসলামী ফ্রন্টের সহ সাধারন সম্পাদক জননেতা অালী হোসেন।বিশেষ অতিথী উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম মহানগর উওরের সহ সভাপতি জয়নুল অালম,ইসলামী ছাত্রসেনা প্রতিষ্টাকালীন সদস্য, ইসলামী ফ্রন্ট সাতকানিয়া উপজেলা সভাপতি অাবদুল মোতালেব,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে যুব সেনা কেন্দ্রীয় নেতা মুখতার হোসাইন শিবলী,দক্ষিন জেলা নেতা মামুন সিদ্দীকি,মাওলানা সিদ্দীক নঈমী, সাবেক সেনানেতা বোরহান রাব্বানী প্রমুখ।
উপস্থিত ছিলেন বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার নেতা কর্মীবৃন্দ।মোনাজাত পরিচালনা করেন চন্দনাইশ -সাতকানিয়া অাংশিক ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ অাহমদ রেজা নক্সবন্দী।
সম্মানিত অতিথী বৃন্দ
উপস্থিত সকলের মতামতের ভিওিতে (বিলুপ্ত দোহাজারী পরিষদ) নবগঠিত দোহাজারী পৌরসভায় ইসলামী ফ্রন্টের কার্যক্রম পরিচালনার জন্য অালহাজ্ব মুহাম্মদ অাবদুল গফুর রাব্বানীকে অাহবায়ক ও মুহাম্মদ কলিম উদ্দীন কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি অাহবায়ক কমিটি গঠন করেন।