আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
  পটিয়ায় রিক্সা চালকের ঘর ভাংচুর! আহত-১, প্রশাসনের হস্তক্ষেপ কামনা       চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি লোহাগাড়ার রাশেদুল ইসলাম       লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু       চন্দনাইশতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা প্রদান করলেন প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই       এক মুক্তিযোদ্ধার ৭ ভুয়া সন্তান, কোটায় ৫ জনের চাকরি       জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকী       চট্টগ্রাম জেলা পরিষদে উপ-নির্বাচনঃ চন্দনাইশে তিনজনের মনোনয়ন প্রত্যাহার, ভোটযুদ্ধে দুই প্রার্থী       লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ       চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই, চার ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার       কানু শাহ্ (রহঃ) আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ মঙ্গলবার    


নিজস্ব প্রতিনিধি:
ফ্ল্যাট বন্ধকের নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আবু বক্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই ভবন একাধিক ব্যক্তির কাছে বন্ধক রাখার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে লাভ ও মূল টাকার কোনটাই পরিশোধ করছেন না ওই ব্যক্তি।

ভুক্তভোগীদের বক্তব্য ও কাগজপত্র দেখে জানা যায়, ভবন বা ফ্ল্যাটের মালিক একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বন্ধক রেখেছেন। এককালীন নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কয়েক বছরের জন্য মালিকের কাছ থেকে ফ্ল্যাটটি বসবাসের জন্য নেন দ্বিতীয় পক্ষ। এ নিয়ে দলিল করা হয়। শর্ত থাকে, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় পক্ষ উপস্বত্ব হিসেবে ফ্ল্যাটের ভাড়া ভোগ করবেন এবং বৈদ্যুতিক, গ্যাস, ওয়াসা বিল ও সরকারী হোল্ডিং টেক্স, খাজনা প্রথম পক্ষ পরিশোধ করবেন । চুক্তির মেয়াদ শেষ হলে মালিক এককালীন পাওয়া ওই পুরো অর্থ ব্যবহারকারীকে ফেরত দেবেন। এভাবে মালিক যেমন একসঙ্গে প্রয়োজনীয় অর্থ পান, তেমনি বন্ধক নেওয়া ব্যক্তি পরিষেবা বিল দেওয়া ছাড়া দ্বিতীয় পক্ষ উপস্বত্বে সকল সুবিধা ভোগ করবেন। মালিক অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত ব্যবহারকারীরা ফ্ল্যাটটি ছাড়েন না। সে ক্ষেত্রে নতুন চুক্তিও করা হয় কোনো কোনো ক্ষেত্রে।

কিন্তু এই পুরো বিষয়টিকে পুঁজি করে বর্তমানে একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বন্ধক দিয়ে সুবিশাল প্রতারণার ফাঁদ পেতেছে চট্টগ্রামের উত্তর আগ্রবাদস্থ পানওয়ালা পাড়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দীক নামের এক প্রতারক। তার প্রতারণার শিকার হয়ে অনেকে এখন পথে বসার উপক্রম ।

ভুক্তভোগীরা জানান, লাভের টাকা তো দূরের কথা, মূল টাকাই ফেরত দিচ্ছেন না মালিক । বরং তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দাপিয়ে বেড়ান এবং প্রতারিতদের হুমকি ধমকি দেন । তারা বলেন, দলিল ঠিক থাকলেও একই রকম কাগজ রয়েছে একাধিক ব্যাক্তির কাছে। ফলে কোন কাজে আসছে না তাদের ওই দলিল। লাভের আশায় টাকা দিয়ে তারা এখন বিপদে পড়েছেন।

হাটহাজারীর সমিতির হাটস্থ এলাকার মোহাম্মদ জাহেদ নামে একজন ভুক্তভোগী জানান, আমি ৬ লক্ষ টাকা দিয়েছি। কথা ছিল, দুটি ফ্ল্যাটের প্রতি ফ্ল্যাটের ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা প্রতিমাসে আমাকে দেওয়া হবে এবং যতদিন তিনি মূল টাকা দিতে পারবেন না, ততদিন নিয়মিত ওই ২০ হাজার টাকা আমি পাব। অথচ প্রথম দুই মাসে বিশ হাজার টাকা করে ৪০ হাজার টাকা এবং তারপরের মাসে ১৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা দিয়েই এ পর্যন্ত আর কোন টাকা দেননি। টাকা চাইলে হুমকি ধমকি দেন।

আগ্রাবাদস্থ পানওয়ালা পাড়ার মোঃ হোসেন নামে আরেকজন ভুক্তভোগী বলেন, আমি ৭ লক্ষ টাকা দিয়েছি। কথা ছিল, মূল টাকা আদায় না হওয়া পর্যন্ত মাসে মাসে দুইটি ফ্ল্যাটের ভাড়া আমাকে দেওয়া হবে। অথচ এখন লাভ তো দূরের কথা, মূল টাকাই দিচ্ছেন না।
একইভাবে কোতোয়ালি থানাস্থ এলাকার ছায়েদুল হক নামের এক ব্যক্তিও ৫ লক্ষ টাকা বক্করকে দিয়েছেন। তার বক্তব্যও প্রায় প্রথম দুইজনের মতোই।

ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, ফ্ল্যাটটি বন্ধক দেওয়ার সময় ভবনটির নাম ছিল “বক্কর প্যালেস”। পাওনাদারদের বোকা বানানোর জন্য ভবনটির নাম পরিবর্তন করে এখন করা হয়েছে “জাহান ম্যানসন”। এটিও প্রতারণা করে পার পাওয়ার আরেকটি কৌশল বলছেন প্রতারিতরা।

বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তি বক্করের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কেউ আমার ফ্ল্যাট বন্ধক নেয়নি। তিনি ফ্ল্যাট বন্ধক দিয়েছেন এবং তার ডকুমেন্টস আমাদের হাতে রয়েছে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে, তিনি তার কোন সদুত্তর দিতে পারেননি।

এদিকে, বিষয়টি নিয়ে ডবলমুরিং থানায় একাধিকবার অভিযোগ পাল্টা অভিযোগ করা হয় বলে ভুক্তভোগী সূত্রে জানা যায়। থানা পুলিশও একাধিকবার মিমাংসা করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মালিক টাকা দেওয়ার ব্যাপারে আন্তরিক না হওয়ায় কাজের কাজ কিছুই হয়নি বলে জানান প্রতারিতরা।

এ বিষয়ে ডবলমুরিং থানার ওসির কাছে গেলে তিনি কর্তব্যরত এস,আই কাইছার হামিদের সাথে কথা বলতে বলেন, এস, আই কাইছার হামিদ বলেন, থানায় মামলা হলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।





পটিয়ায় রিক্সা চালকের ঘর ভাংচুর! আহত-১, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি লোহাগাড়ার রাশেদুল ইসলাম

লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু

চন্দনাইশতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা প্রদান করলেন প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই

এক মুক্তিযোদ্ধার ৭ ভুয়া সন্তান, কোটায় ৫ জনের চাকরি

জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকী

চট্টগ্রাম জেলা পরিষদে উপ-নির্বাচনঃ চন্দনাইশে তিনজনের মনোনয়ন প্রত্যাহার, ভোটযুদ্ধে দুই প্রার্থী

লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ

চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই, চার ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

কানু শাহ্ (রহঃ) আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ মঙ্গলবার

চট্টগ্রাম রাঙ্গুনিয়ার অধিবাসী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির ইবনে মোহাম্মদ

বাঁশখালীতে ১৪ বছরের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালাক্রমে ধর্ষন- ৪ ধর্ষক গ্রেপ্তার

সাতকানিয়ার এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে বাঁচাতে এগিয়ে আসুন

বাশঁখালীতে এস.এস.সি পরীক্ষা কেন্দ্র থেকে ভুয়া শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৫ টি ঘরে আগুন

আগামী ৩ মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের

দোহাজারী সাঙ্গু নদী থেকে আলম নামে এক যুবকের লাশ উদ্ধার

চন্দনাইশে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী

বাঁশখালীতে গণ ধর্ষণ মামলার প্রধান আসামি মজিদ বন্দুক যুদ্ধে নিহত