আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০১৯: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট এতে সভাপতিত্ব করেন।
সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়ন এবং সাংগঠনিক কর্মকান্ড তুলে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আবুল হোসেন তালুকদার, আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, কামাল হোসেন, মোনালিসা মৌ ও আলী হোসেন প্রমুখ।
সভায় সংগঠনকে আরো গতিশীল করে তুলতে বিভিন্ন প্রস্তাবণা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আগামি ১ ডিসেম্বর তৃতীয় বারের মত বিজয় শোভাযাত্রা, নিস্কৃয় কমিটি সক্রিয়, নতুন কমিটি গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
অপর এক প্রস্তাবে কামাল হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক, মোনালিসা মৌ’কে ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক, চট্টগ্রাম জেলা সভাপতি কেএম রুবেল ও কক্সবাজার জেলা সম্পাদক জসিম উদ্দিন জিহাদকে কেন্দ্রের নির্বাহী সদস্য পদে অর্ন্তভুক্ত করা হয়েছে।
এছাড়া সংগঠনের ১০ জন নিস্কৃয় সদস্যের কেন্দ্রীয় সদস্যপদ স্থগিত করার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভায় সাংবাদিক নির্যাতন বন্ধসহ ১৪ দফা দাবি আদায়ে কেন্দ্রসহ সকল জেলা/উপজেলা কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।