আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ(চট্টগ্রাম)
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, দোহাজারী পৌরসভা শাখা গঠনকল্পে প্রতিনিধি সম্মেলন ১৯ইং দোহাজারীস্থ কার্যালয়ে আজ বিকেল ৩টায় দোহাজারী জামিরজুরী রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব অাল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ আবদুল গফুর রাব্বানী”র সঞ্চালনায় অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ কলিম উদ্দীন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা অধ্যক্ষ স উ ম অাবদুস সামাদ,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফ্ফর অাহমদ মোজাদ্দেদী, অধ্যক্ষ অাল্লামা সোলায়মান মোজাদ্দেদী, দক্ষিন জেলা ইসলামী ফ্রন্ট সহ সাধারণ সম্পাদক অালী হোসেন,মাওলানা অাবু সৈয়দ নেজামী,অাল্লামা মুফতি খোরশেদ আলম রিজভী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিন জেলা সাধারন সম্পাদক অধ্যক্ষ হাফেজ অাহমদ অালকাদেরী।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যক্ষ অাহমদ রেজা নক্সবন্দী,মাওলানা ফেরদাউস অালকাদেরী,মাওলানা খাইরুল বশর হক্কানী।
উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ শাহজাহান,মুখতার হোসাইন শিবলী, মুফতি সামশুল আলম সিদ্দকী,মাওলানা মাছুম রিজভি প্রমুখ।
পরে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা খোরশেদ অালম রিজভী কে সভাপতি মাওলানা মোক্তার হোসাইন শিবলী কে সাধারণ সম্পাদক করে দোহাজারী পৌরসভা অাহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম পরিচালার জন্য একটি কমিটি গঠন করা হয়।