আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ স্মরণে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এসময় ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে এ কর্মসূচি পালন উপলক্ষে কয়েকশ ছাত্র-ছাত্রী জড়ো হয়। প্রায় ৩০ মিনিটি ধরে মোমবাতি জ্বালিয়ে তারা এ কর্মসূচি পালন করে।