আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহুনী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম আহসান হাবিব (২৫)। সে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার মো: হাসান কোম্পানির পুত্র এবং রাঙ্গুনিয়া বাইক লাভার্স সংগঠনের প্রতিষ্ঠাতা। শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল চারটার দিকে চন্দ্রঘোনা থেকে নিহত আহসান হাবিব রোয়াজারহাটের দিকে বাইক চালিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে মরিয়মনগর চৌমুহুনী এলাকার ইউসিবি ব্যাংকের সামনে আসলে একজন পথচারী রাস্তা পার হতে গিয়ে তার মোটর বাইকের সামনে পড়ে যায়। হাবিব তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি হঠাৎ ব্রেক করলে বাইক থেকে ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তার মাথা সহ সমস্ত শরীরে গুরুতর যখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রবিউল হোসেন বলেন, বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এসময় তার মাথায় মারাত্মক যখম ছিল এবং শরীর নিস্তেজ ছিল। তাঁর কোন সাড়া শব্দ না পেয়ে ইসিজি করে দেখা যায় সে মারা গেছে।
এদিকে হাবিবের আকষ্মিক মৃত্যুতে তাঁর বন্ধু মহল সহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।