আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ এরশাদ অালম:লোহাগাড়া (চট্টগ্রাম)
লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় ছড়া এলাকায় একটি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন, প্লাস্টিক পাইপ, একটি ড্রামট্রাক ও প্রায় ২০হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ অাদালত।
এই অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।
৪ নভেম্বর (সোমবার) বেলা ১২ টার দিকে
উপজেলার সাতগড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন, প্লাস্টিক পাইপ, একটি ড্রামট্রাক ও প্রায় ২০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান,
চুনতি সাতগড় ছড়া এলাকায় অবৈধ বালু উত্তোলন করায় ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ২০হাজার ঘনফুট অবৈধ বালু এবং একটি বালু ভর্তি ডেম্পার আটক করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।