আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্বপ্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সরকারি আদেশ অমান্য করে কোচিং কার্যক্রম পরিচালনা করায় একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া দুইটি কোচিং সেন্টার তালাবদ্ধ করে দিয়ে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়া হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা জানান, “২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জে.ডি.সি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষে সকল কোচিং সেন্টার ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।
সরকারি আদেশ অমান্য করে কোচিং কার্যক্রম পরিচালনা করায় চন্দনাইশ খানহাট এলাকায় ‘অপটিমাম কোচিং সেন্টার’ সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া দক্ষিণ গাছবাড়িয়া কাঞ্চনপাড়া এলাকায় ‘দি ব্রিলিয়ান্ট কোচিং’ ও খানহাট এলাকায় ‘ইব্রাহিম টিচিং হোম’ তালাবদ্ধ করে দেয়া হয়েছে। এসময় মোঃ নজরুল ইসলাম ও ইব্রাহিম গফুরকে আটক করে জরিমানা আদায় করা হয়। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তারা কোচিং সেন্টার চালু করবেনা মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।