আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার উপজেলার সিধলা ইউনিয়নের চরপাইস্কা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে হাফেজ হাসান মাহবুব ক্যান্সারে আক্রান্ত।তার চিকিৎস্যায় দশ লাখ টাকা প্রয়োজন।হাসান মাহবুবের দরিদ্র পরিবারের পক্ষে এত বড় অংকের চিকিৎস্যা ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
হাসান মাহবুব ঢাকার একটি মাদ্রাসায় অধ্যয়নরত।শরীরে জটিল রোগ নিয়েও সে পরিক্ষায় অংশ গ্রহণ করছে।তার পরিবারের লোকজন তার চিকিৎস্যায় সমাজের বিত্তবান,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করেছেন।
গৌরিপুরে বিত্তবান,জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্বচ্ছল লোকজন থাকা সত্তেও হাসান মাহবুবের মত তরুণ হাফেজ চিকিৎস্যার অভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে-মেনে নেওয়া যায়না।হাসান সুস্থ্য হয়ে মাদ্রাসার উচ্চতর ডিগ্রী নিয়ে সমাজের কাজে এগিয়ে আসবে-এমনটাই প্রত্যাশা আমাদের।আসুন,সবাই ওর চিকিৎস্যায় এগিয়ে আসি।
সত্যতা যাচাই সহযোগিতার জন্য হাসানের এলাকার লোকজনের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হল।