আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
রাজীব চক্রবর্ত্তী:
প্রতিটি মানুষই রোগের যথাযথ চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুই করে থাকেন। জমি জমা বিক্রি করে কিংবা ঋণ করেও চিকিৎসা নেন মানুষ। কিন্তু যার জমি জমা কিংবা ঋণ করার পরো আর কিছু করার সামর্থ্য থাকে না সে কী করবে? সমাজের দিকে চেয়ে থাকা ছাড়া তার কোনও উপায় নেই।
পিত্তথলিতে পাথর,শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত রৌশন জাহান রশ্মি বাঁচতে চায়। তাদের সহায় সম্বল,জমি জমা কিংবা অর্থ উপার্জন যা ছিল ইতিমধ্যেই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। সে তাকিয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে।
রৌশন জাহান রশ্মি চারুকলা ইনস্টিটিউটের মেধাবী ছাত্রী ছিল। একসময় যার বিচরণে মুখর হয়ে যেত ক্যাম্পাস,ক্যাসভাসে রং তুলির আচঁড় আকঁতেন কতই না রঙীণ,আজ সেই মানুষটির চোখের দৃষ্টি ফ্যাকাসে।
রশ্মি বলেন,, পরিবার নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। পড়াশোনা করে পরিবারের হাল ধরবে। কিন্তু হাল ধরার আগেই তার হাল ধরতে হচ্ছে তার পরিবারকে। তার চিকিৎসা করানোর মতো আর সামর্থ্য নেই। ডাক্তার বলেছেন ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন।
রৌশন জাহান রশ্মির বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামে। রৌশন জাহান রশ্মিকে বাঁচানোর মালিক আল্লাহ। আমরা তার জন্য শুধু চেষ্টাই করতে পারি। একটা মানুষ এ যুগে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাবে সেটা মেনে নেওয়া কঠিন। তাই আসুন, একটু চেষ্টা করি, রশ্মিকে বাঁচানো যায় কি-না।
অসহায় রশ্মির চিকিৎসার সাহায্য দিতে তার সাথে সরাসরি যোগাযোগ করুন এবং তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ০১৭২৫-৪০৬৬৬২।
কেউ যদি এখন আর্থিকভাবে সহযোগিতা করতে আগ্রহী থাকেন তাহলে বিকাশ/ব্যাংক একাউন্ট এর মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারেন…
বিকাশ নম্বর :- 01725-406662
জনতা ব্যাংক একাউন্ট নাম্বার
AC# 0100150988980