আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব,ভালুকা উপজেলা শাখা (ভালুকা রিপোর্টার্স ক্লাব)-র ৩য় মেয়াদী নবগঠিত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদে কেন্দ্র ঘোষিত নবগঠিত কমিটির সভাপতি খলিলুর রহমান খান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানটি ক্লাব কার্যালয়ে আয়োজিত হয়।
ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম,সহ-সভাপতি আমিনুল ইসলাম নীরব,যুগ্ম সম্পাদক মোকসেদুর রহমান,সাংগঠনিক সম্পাদক এস.এম জহিরুল ইসলাম (চাষা জহির),সহ-সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ,দপ্তর সম্পাদক বাদশা খান,অর্থ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন জুয়েল,আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাঈদ এমদাদুল্লাহ,সদস্য মোর্শেদ রানা,সদস্য সুমন খান ও সদস্য জাহিদ আল হাসান হৃদয়ের উপস্থিতিতে অনুষ্ঠানে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। ক্লাবের প্রতিটি সাংবাদিক সহ উপস্থিত কবি জহিরুল ইসলাম,বুলবুল আহমেদ সহ অন্যান্যরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একাত্মতা পোষণ করেন।