আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডে লোকবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন প্রকাশ করে টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতে রাজধানীতে আটক হয়েছে ইসরাফিল খান পলাশ নামে এক যুবক।
বুধবার (২০ মার্চ) বাড্ডার বেরাইদের ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া পাড়ার ডি ব্লকের ১৬ নম্বর বাড়ির এই ব্যক্তিকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বিএফবিআইএল) ম্যানেজার (এএইচআর) ইসমাইল শেখ জানান, ইসরাফিল খান পলাশ ফেসবুকে ‘আহেন ব্যবসা করি’ নামে একটি গ্রুপে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের লোগোসহ লোকবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দেয়। প্রত্যেককে সে চাকরি দেবে বলে আশ্বস্ত করে এবং এর বিনিময়ে ৫০০ টাকা করে চাঁদা দাবি করে। বিষয়টি নজরে এলে চাকরিপ্রার্থী সেজে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করা হয়।