আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া উপজেলার আওতাধীন বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই মে) রাতে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:আলী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাক্ষরিত আংশিক বাজালিয়া ইউনিয়ন কমিটি অনুমোদিত করা হয়।
অনুমোদন করা কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয়েছে বাজালিয়া ইউনিয়নের তুখোড় ছাত্রনেতা এমরান হোসেন (রিফন)
পারভেজ আলমকে করা হয়েছে সহ সভাপতি এবং দিবস দাশ (অমি)কে করা হয়েছে সাধারণ সম্পাদক, ও রিপন দাশকে করা হয়েছে যুগ্ন সাধারণ সম্পাদক, রিগেন বিশ্বাসকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।
এক বছরের জন্য অনুমোদিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে উপজেলা ছাত্রলীগের কমিটির পক্ষে আগামী ২১দিনের ভেতর পূর্নাঙ্গ কমিটি করে জমা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
পাশাপাশি শৃংখলা পরিপন্থী কোন কর্মে লিপ্ত প্রমাণ পেলে কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ।
এদিকে রিফন আর অমি প্রতিবেদককে জানিয়েছেন আমরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি আমাদের নেতা আমাদের অভিভাবক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।